Sunday, November 26, 2017

ফেরারি দার্শনিক | শৈশব এর সারাংশ

                            শৈশব এবং অমি সারাংশ 

         

ভাবছিলাম রোজ কিছু না কিছু  লিখব। কিন্তু আজ দুপুরটা ঘুমিয়ে ঘুমিয়ে কেটে গেল। আর সন্ধ্যাটা ব্যস্ততায়। ইনশাল্লাহ কাল থেকে চেষ্টা করব কিছু লেখার। শুনেছি ভালো লেখার জন্য নাকি বেশি পড়তে হয়। কিন্তু জানি না কেন যানি আমার পরতে ইচ্ছা হয় না কিছু, তাও চেষ্টা করি কিছু লিখার। আজ আমার মন মুক্ত বিহঙ্গে 🙌  যা ইচ্ছা তাই লিখব !😆😆😆

                                                      শৈশব  

⏩ ছোটবেলাকে খুবই মিস করছি। আনন্দমেলা, শুকতারা বা আমিত্বর জন্য কত পাগলামীই না করেছি। বাবার শাসন বারণ মেলেটারির মত,বড্ড বেশই ভয় পেতাম তবুও দুষ্টামি কমতনা, যখন কাঠ ঘড়ায় দার করিয়ে সব বিচর করত তখন নিষ্পাপ বান্দার মত হইয়ে যেতাম। আর পিটনির কথা কি আর বলব কত যে মাইর খাইছি কারণে অকারণে 😥তার হুদিস নেই। বৃষ্টিতে ভিজতে, অথবা পুকুরে গা ভিজানো ছিল নিত্য নতুন শখ কিন্তু কোন দিন এই শখ পুড়ন হয় নাই বাবার শাসনের ভঁয়ে।আমার মা ছিল আমার বেষ্ট ফ্রেন্ড সব কিছু শেয়ার করতাম তার কাছে আমাকে কোন দিন শাসন কি জিনিস তার কাছে পাই নাই, আমর আমার ঢাল হিসেবে কাজ করত সময়।
পড়াশোনা বেশী একটা করতাম না, আবার খেলাধুলাতেও মন ছিল না 😊 আমার জীবনের চার্মিং কোন মোমেন্ট নাই যে শেয়ার করার মত। বাবা চেয়েছিলেন আদর্শবান বানাতে সেই প্রচেষ্টায় আছি এখনো। আইডিয়াল চরিত্রকে কতটাই না আপন করে নিয়েছিলাম। খেলাধুলা ছেড়ে ভাল লাগত একা একা বসে নিজের সাথে সময় কাটাতে অনুহাত বন্ধু বাব্ধব এর সাথেও কখনো মজ মাস্তি আড্ডা হয় নাই কখনো। ছোট থেকে আমার জানার আগ্রহ ছিল বেশি। ইচ্ছা ছিল অনেক নিজেকে নিয়ে অনেক দুর। স্বপ্ন দেখটাম অনেক কত স্বপ্ন গড়েছি ভেঙ্গেছে তবুও হাল ছারিনি। এই স্বপ্ন দেখা শিখছি আমার কঠোর বাবার কাছ থেকে। কঠোর বল্লাম শাসন করত বলে কিন্তু আজ বুজতে পারছি কেন এসব করেছে। শাসন করলেও আমার প্রচণ্ড ভালবাসত এই মানুষটা আমার কিছু হলে আমার থেকে অনেক বেশী সিরিয়াস হতে দেখেছি, তখনি বুজেছি কতটা ভালবাসা আমার জন্য। আই লাভ ইউ বাবা 💛  
"সত্যি কথা বলতে সোনার চামচ মুখে নিয়ে জন্মনিয়েছি। কোনদিন কষ্ট আমাকে ছুতে পারেনি ,কিন্তু যতই বর হচ্ছি ততই কষ্টের ভার বেরে যাচ্ছে এটাই জীবন। কষ্ট ছারা জীবন উপভোগ করা যায় না তাই সংগ্রাম করে বাচতে হবে" 

⏯ এখন নিজেকে নতুন ভাবে উপস্থাপনা করার প্রচেষ্টায়। আমি দেখেছি ছোটবেলায় সব কিছুতে যত আনন্দ পাওয়া যায় যৌবন আসার পরে আর তেমন ভাবে আনন্দ পাওয়া যায়না। এখন আর আগের মত ইচ্ছা করলেও মুক্ত আকাশে ঘুড়ি উড়ানো যায় না। বলা যায় না সব কথা সবাইকে, করা যায় না সব কাজ জানা হয় না কোন কিছু আগের মত। আগের সে আগ্রহ আর নাই। এখন আগ্রহ থাকলেও টাইম কে আর সময় দিতে পারি না।😁খুব মিস করি শৈশব কে !!😭😭😭😭