Wednesday, March 29, 2017

কবিতা সমগ্র (বৃষ্টি )

কবিতা সমগ্র অনলি ফর স্পেশাল 

সম্পর্কিত ছবি

চোখে জল

তোমার চোখে জল দেখি

মেঘ দেখি মুখে,

নিজের ভিতর পুড়ছো তুমি

অজানা কোন দুঃখ্‌
দুঃখ গুলো আমাকে দাও
একটু ছুঁয়ে দেই,
বৃষ্টি হয়ে চোখের কোনের
কষ্ট ধুয়ে দেই।।


তুমি যখন বৃষ্টিতে ভিজো

আমাকে রেখো পাশে

তোমাকে ভিজতে দেখলে

দুচোখে প্রেমের প্লাবন আসে


যদি বৃষ্টি হতাম…

যদি বৃষ্টি হতাম
তোমার দৃষ্টি ছুঁয়ে দিতাম
চোখে জমা বিষাদ টুকু
এক নিমিষে ধুয়ে দিতাম
মেঘলা বরণ অঙ্গ জুড়ে
তুমি আমায় জড়িয়ে নিতে
কষ্ট আর পারতো না তোমায়
অকারণে কষ্ট দিতে/



কয়টি শ্রাবণ কাঁদলে কষ্ট গুলো সব জল হয়

কয়টি শ্রাবণ কাঁদলে
কষ্ট গুলো সব জল হয়
কয়টি ফাগুন এলে
দুঃখ জমে শতদল হয়
কষ্টের রাত কতো দীর্ঘ হলে
ভালোবাসা কাছে আসে আরো
কেউ কি তা বলতে পারো//

Monday, March 6, 2017

বন্ধুত্ত এবং ভালোবাসার সমীকরণ


                            👨বন্ধুত্ত এবং ভালোবাসা👩

                                            friends and love এর চিত্র ফলাফল

বন্ধুত্ব কি? বন্ধুত্ব বলতে আমি যা বুঝি সেটা হল দুটি মানুষের মধ্যে আত্নিক সম্পর্ক, যেখানে থাকেনা কোন হিংসা-বিদ্বেষ, লোভ-লালসা, পরশ্রীকাতরতা। নিখাদ বন্ধুত্ব হচ্ছে সেই সম্পর্ক যেখানে একজন আরেকজনকে নিস্বার্থভাবে সাহায্য করে, সুসময়ে, দুঃসময়ে, সবসময় তার পাশে থাকে। একজন খাঁটি বন্ধু কখনও হিংসার বশবর্তী হয়ে তার বন্ধুর অমঙ্গল চাইতে বা করতে পারেনা, যদি তা করে, তাহলে সেটি বন্ধুত্ব না। বন্ধুত্ব অনেক রকমের হয় ; পিতা-মাতার সাথে সন্তানের বন্ধুত্ব, শিক্ষকের সাথে ছাত্রের বন্ধুত্ব, একজন সহপাঠীর সাথে আরেকজন সহপাঠীর বন্ধুত্ব এরকম আরো অনেকরকমের বন্ধুত্ব হতে পারে। 

"বন্ধুত্ব !! সত্যি বলতে বন্ধুত্বটা যে কি আমরা ঠিকমত বুঝিই না।আমার ধারণা বন্ধুত্ব এমন একটা বন্ধন যাতে চাওয়া-পাওয়া বা আকাংক্ষা থাকতে নেই,কিন্তু ভালবাসায় থাকে, ভালবাসায় মন দেয়, মন নেয়, আনন্দ পায়,আনন্দ দেয়, ব্যাথা পায়, ব্যাথা দেয়, কেঁদে কাঁদায়, হেসে হাসায়।এইত ভালবাসা,বন্ধুত্বে কোন শর্ত নেই কিন্তু ভালবাসায় শর্ত থাকে।আমরা সবাই এ দুটোর একটার / দুটোরই অন্তর্ভূক্ত।কিন্তু আজ পর্যন্ত বুঝতে পারি না আমরা এর কত গভীরতায় আছি 

  কম-বেশী আমরা সবাই কারো না কারো প্রতি একটু বেশী ঝুঁকি কারণ, হয়ত তার সাথে মনের মিল আছে, নতুবা তার সব ভাললাগে,বন্ধুত্ব আসলে ভালবাসারই পূর্বশর্ত।আগে বন্ধুত্ব হয় তারপর আস্তে আস্তে সেটা ভালবাসার দিকে গড়ায়।যাকে ভালবাসব তাকে বুঝতে হবে তার কাছে আমি কতটা বোধগম্য, অর্থাৎ সে আমাকে কতটা বুঝে, সেটা জানতে হবে বা উপলব্ধি  করতে হবে, তারপর না ভালবাসা-বাসি,ভালবাসা এত্ত সোজা নয় ! কাজেই ভালবাসি এ কথা বললেই সব শেষ নয়। আর আমার পর্যায় যেটা তাতে এখনও দুজন দুজনাকে ভালভাবে চিনতেই পারলাম না,সত্যি বলতে বেশী ভালবাসা সফল হয় না।ভালবাসার প্রকৃত সার্থকতা বোধ করি মিলনে নয় বিরহে ? আমার ব্যাপার গুলো অন্য, শুধু ভালবাসা নয়, তার সাথে বা তার আগে বন্ধুত্ব চাই।
>>>>>

LOVE! এবং  এর একটি হৃদয় চিহ্ন আঁকা থাকে, যার বিশ্লেষণ করলে আমার মনে যা আসে তাহলো আমি মনেকরি কাউকে উদ্দেশ্য করে লিখেছি যার সাথে আমার বন্ধুত্ব এবং ভালবাসার সম্পর্ক গড়ে উঠতে পারত, কিন্তু দুটি বাক্য সে সম্ভাব্যতাকে যুক্তিহীন করছে।একটি বাক্য "সত্যি বলতে বেশী ভালবাসা সফল হয় না" আর অন্য বাক্যটি ঠিক পরের বাক্যটি "ভালবাসার প্রকৃত সার্থকতা বোধ করি মিলনে নয় বিরহে ?" অর্থাৎ ঐ বিষয়ে প্রবেশের পূর্বেই আমি পরাজয় মেনে নিয়ে ছিলাম। ভালবাসার প্রকৃত সার্থকতা কিসে তা আমরা জানি না, অন্যের অভিজ্ঞতা তো আর নিজের মতামত হতে পারে না ।


"কোন একটা বিষয়ে, দুজনার সমান আবেগ,পরিমাণগত প্রায় একই উচ্ছ্বাস কিংবা আবেগ তরঙ্গের দুই চূড়ার প্রায় অবিকল শীর্ষ সমতা ছাড়া বন্ধুত্ব সার্থক হয় না,গড়েও উঠে না, টেকেও না" 
আমি এমন এক মানুষ এভাবেই আমার মানসিকতা গড়ে উঠেছে আমার অনেক কথাই অনেক সময় অনেকের কাছে কষ্টকর মনে হয় কিন্তু সুস্থির হয়ে ভেবে দেখো, ভুল আমি বলি কি না ?
অন্যদের থেকে আমি একটু স্বার্থপর, স্বার্থপর এই কারণেই যে আমাকে অনেক উপরে উঠতে হবে, যেতে হবে বহুদূর আর এখন পর্যন্ত কাউকেই আমার সঙ্গী হিসাবে পাইনি, আর আশাও করিনি তেমন করে , তাই অনেক সময় মানুষের মন বোঝাটা আমার জন্য দূরূহ হয়ে উঠে।
যদি কোন কারণে আমার কোন কথা বা ভাব কষ্টের কারণ হয়, তবে ভুল না বুঝে আমাকে সরাসরি বলো, আমি শুধরে নিতে চেষ্টা করব আমি সব ব্যাপারে খোলাখুলি কথা বলতে পছন্দ করি এতে অন্তত মনে কোন দ্বন্দ্ব  থাকে না, থাকে না অপরাধ বোধ (যদিও লাজ লজ্জা কে উপেক্ষা করে)

মানুষের জীবন হলো সে আকাশ, যেখানে রাতের অবসানে দিন আসে একফালি সুন্দর সোনালী সূর্য্যকিরণের মাধ্যমে, আবার দিনের অবসানে সেখানে রহস্যের হাতছানি রোমাঞ্চিত হয়ে উঠে,
সুতরাং জীবনের চলার পথের বৈচিত্র্যগুলোকে আঁকড়ে না ধরে সামনের দিকে এগিয়ে যাও,আরো ভাল কিছু বিধাতা তোমার বিধিতে লিখে রাখতে পারেন, হতাশ হবার কিছুই নেই।
রবি ঠাকুরের কয়েকটি চরণ লিখলাম, মনোযোগ দিয়ে পড়ো, যখন আমার খুব কষ্ট হয় আমি জোরে জোরে পড়ি এ কথাগুলো -----
"যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে,
একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলোরে"

এখনতো সময়মতো ফেইস-বুক, হোয়াটস-অ্যাপ, ম্যাসেঞ্জার, ব্লগিং সবি আছে, যে আমরা নতুন কোন পরিচিতজনকে নিয়ে হুটহাট স্ট্যাটাস দিয়ে দিতে পারি ! আজকালতো হরহামেশাই এসব ঘটছে,আমিও ব্যতিক্রম না । তবে পরিচয় হওয়ার আগেই বেস্ট-ফ্রেন্ড, বন্ধুত্ব বোঝারও তো সময় নেই,! ভাললাগা বা ভালবাসা বোঝার সময় কোথায় ! আমাদের আজকের জেনারেশনস কি যে অস্থিরতার মধ্যে দিয়ে সময় পার করছে, তা দেখে আমি খুবই অবাক ! এদের সব কিছুতেই অস্থিরতা, পরিচয়-প্রেম-ভালবাসায় অস্থিরতা


তাড়াতাড়ি যা কিছুই অর্জিত  হয় তা যে ভঙ্গুর, অসহিষ্ণু তা বোঝার সময় দিতেও এরা নারাজ ।ফলে সামাজিক অস্থিরতা বেড়ে যাচ্ছে, কেউ কাউকে বিশ্বাস করছে না, প্রেম-বিয়ের মত দীর্ঘ মেয়াদী সামাজিক সম্পর্কগুলো হয়ে যাচ্ছে ঠুনকো। অথচ আমরাই ভবিষ্যৎ প্রজন্মের পথ-প্রদর্শক।
              💝আমি জানি আমি এখনো তোমার স্বপ্নে আসি
                                           আমি এও জানি,
               আমি তোমার স্বপ্নে এসে তোমার সাজানো স্বপ্নগুলোকে 
                                      এলোমেলো করে দেই।
                  আগে আসতাম তোমাকে ঘুম পাড়ানোর জন্য আর 
                            এখন আসি তোমার ঘুম ভাঙ্গানোর জন্য।
                  দেখলেতো,সময়ের সাথে সবকিছু কেমন করে বদলে যায়
                                         ঠিক তোমার মতোই"
                      
                                            -----শূন্য💝                                                          
                                                                                                                                                                                                                                                                   💘 প্রেক্ষাপটে আগুন্তুক   💘