Tuesday, March 6, 2018

অন্তিম মুহূর্ত জীবন

                                      শেষ সময় 

দুনিয়ার বিশাল সাম্রাজ্য আমার নিয়ন্ত্রনে ছিল, কিন্তু মৃত্যু আজ আমার নিয়ন্ত্রনের বাইরে ।পৃথিবীর অন্যতম ধনী বেক্তি কবরের বিছানায় শুয়ে আছে সেটা আদোও কোন বড় বেপার না। প্রতি রাতে আমি বিসানায় শোয়ার আগে সারাদিন  কি করলাম সেইটাই আসল বেপার ।অন্ধকার রাতে জীবন রক্ষাকারীর মেশিনে সবুজবাতি গুলোর দিকে চেয়ে আমার বুকের গহিনে হাহাকার করে উঠত।মেশিনের শব্দের ভিতরে আমি নিকটবর্তী মৃত্যু দেবতার নিঃশ্বাস অনুভব করতে পারি।অনুধাবন করতে পারি শুধু সম্পদ না সম্পদের সাথে সম্পর্ক হীন জিনিসের ও মানুশের অন্বেষণ করা উচিত।বেকুপ এর মত সম্পদ আহরন ই সব কিছু নয় । আর অনেক কিছু মানুষের জীবনে গুরুত্তপূর্ণ হতে পারে। আর তা হল মানুষের সাথে সুসম্পর্ক তৈরিকরা ,চিত্রকলার সুন্দর্য্য উপলব্দি করা আর তারুন্যের একটি সুন্দর স্বপ্ন নিজের হ্রিদয়ে লালন করা।

শুধু সম্পদের পিছনে ছুটলেই মানুষ আমার মত এক ভ্রান্ত মানুষে পরিনত হতে পারে।স্রষ্টা আমাদের সবার হ্রিদয়ে ভালবাশা অনুভব করার জ্ঞান দিয়েছেন, কেবল মাত্র এই নশঃর দুনিয়ায় সম্পদের মোহে জড়িয়ে পরা নয়।এই যে মৃত্যু সজ্জায় শুয়ে আছি, কই সব সম্পদ তো এই বিছানায় নিয়ে আসতে পারিনি শুধু আজ সাথে আছে ভালবাসা,প্রেম,মায়া,মমতা,স্মৃতি গুলোই। এগুলোই শুধু সাথে থেকে সাহস জোগাবে আলোর পথ দেখাবে ভালবাসা পৃথিবীর সর্বত্য ছড়িয়ে আছে ।

সম্পদ না খুঁজে ভালবাশাও খুঁজে নিতে হয় ,সম্পদ কভু শান্তি আনে না ,মানুশের প্রতি গভীর মমত্তবোধ আর ভালবাশাই সান্তি আনে ।পৃথিবীটাকে দেখ শুধু সম্পদের পিছনে ছুটে হাহাকার করলে জীবন টাকে উপভোগ করতে পারবে না ।পৃথিবীতে সবথেকে দামি বিছানা কি জানেন? তা হল হাসপাতালের মৃত্যুসজ্জা।

আপনাকে নিয়ে ঘুরে বেড়ানোর জন্য আপনি একজন গড়ি চালক রাখতে পারেন ।আপনার নিযুক্ত কর্মচারীরা আপনার জন্য অনেক টাকা আয় করে দিবে কিন্তু এটাই সবথেকে বড় সত্য গোটা পৃথিবী চোষে পৃথিবীর সম্পত্ত দিয়ে দিলেও একজন মানুষ ও পাবেন না যে আপনার রোগ বয়ে বেড়াবে ।বৈষয়িক যে কোন জিনিসের আরালে আপনি পাবেন,কিন্তু একাটা জিনিসই হারালে আর পাওয়া যায় না তা হল মানুষের জীবন ।মানুষ যখন অপারেশন থিয়েটার এ যায় তখন সে কেবলি অনুধাবন করে যে, কেন জীবনের মুল্যটা আগে বুজিনি।

জীবনের যে স্টেজ এ আপনি থাকুক না কেন ! মৃত্যু পর্দা আপনার জীবনে হাজির হবেই  ,সাঙ্গ হবে জীবন। তাইএই নঃষর জীবনে পরিসমাপ্তির আগে পরিবার এর জন্য,আপন জনের জন্য, বন্ধুদের জন্য হ্রিদয়ে সব সময় ভালবাসা রাখুন  নিজের জীবনটাকে ভালবাসুন,ঠিক নিজের মত করে অন্যকেও ভালবাসুন।