Tuesday, December 24, 2019

স্টাডি অ্যাব্রোট ইন চায়না , অর নট !?

                                    স্টাডি চায়না সত্য মিথ্যার বেড়াজাল 

 




জ্বী জনাব, চীনের পড়ালেখার মান ভালো না। বাংলাদেশের অলি গলিতে যেসব প্রাইভেট ভার্সিটি

  আছে,চীনের পাবলিক ভার্সিটির মানও এইটার চেয়ে খারাপ- ঠিক ধরসেন। এইটা আলাদা বিষয়

  যে এখানে একটা ডিপার্টমেন্ট বিল্ডিং দিয়া বাংলাদেশে টা প্রাইভেট ভার্সিটি খোলা যাবে। আর

  এখানে একটা ফ্যাকাল্টির গবেষণার বাজেট ঢাকা ভার্সিটির কয়েকগুণ-সেটাও না হয় হিসাবের

  বাইরেই থাক। (সব প্রাইভেট ভার্সিটির কথা বলি নাই। ত্যানা না প্যাচাইলে ভালো।)

জ্বী জনাব, চীন প্রযুক্তিগত দিক দিয়া বাংলাদেশেরও পিছনে। এই কারণেই আমাদের দেশের ভালো

  ইঞ্জিনিয়ারগুলা সুযোগ পাইলেই বাইরের দেশে যায় মাস্টার্স করতে, আর ফেরে না। কারণ ,

 জানেই যে ফিরলেই আইসা সোনালী ব্যাংকে চাকরির পরীক্ষা দিতে হইবো, টেকনোলজিক্যাল

  কোনো প্রজেক্ট নিয়া কোনো কোম্পানি তো নাইই বাংলাদেশে। আর অপরদিকে, আপনি যে

IPhone কিনসেন প্রায় লাখ টাকার কাছে খরচ কইরা, সেইটার কভার একটূ খুইলা ব্যাটারিটা তুইলা দেইখেন। :P
 


আপনি চীনে পড়তে আসবেন শুনে পাড়ার বিশিষ্ট "বিজ্ঞানমনস্ক" টং দোকানদার আক্কাস

  কাকা কইয়া দিসে "চীনে আবার কেউ পড়তে যায় নাকি? চীন তো আমার দেড়শ টাকা দামের

  মোবাইলটাও ঠিকমত বানাইতে পারে না! (সিরিয়াসলি, এই টাকার মোবাইলের কাছে আপনি

  কোয়ালিটি আশা করেন:O )" এবং এই শুনে আপনি চিন্তায় পড়ে গেছেন যে আসলেই

  আপনি পড়তে আসবেন কি না, "তার চেয়ে বরং "মফিজউদ্দিন' অক্সফোর্ড ইউনিভার্সিটি"

ভালো মনে হইতেসে-এই যদি হয় আপনার চিন্তার লেভেল, তাইলে আপনি আইসেন না, কিন্তু

  আরেকজন চীনে পড়তে আসছে শুনে তাকে আন্ডারএস্টিমেট করেন কেন? আপনি ভালো ছাত্র , তাই?

বর্তমান যুগে কোনো জায়গারই পড়ালেখার কোনো দাম নাই। দাম আছে আপনার জ্ঞানের,

 আপনার চিন্তার ক্ষমতার, আপনার পরিশ্রমের। আর আপনার এই গুণগুলা এনকারেজ করার

  সুযোগ এবং ইচ্ছাটা এখানে আছে, সুযোগটা কাজে লাগিয়ে দেখবেন কি না সেটা তো আপনার

  ব্যাপার। আপনি এখানে এসে না পড়ে কোনোমতে পাশ করে ফিরে গিয়ে বলবেন-"ধুর ! চীনের

  ডিগ্রি কোনো ডিগ্রি হইলো নাকি?" নাকি আসলেই এখানে যে কেয়ারটা আপনি পাবেন সেটা

   কাজে লাগাবেন- সেটা একান্তই আপনি জানেন, আমি তো জানিনা।

কাজেই প্লিজ, "ভাইয়া আমি অমুক জায়গায় পড়তেসি অলরেডি, আমার কি চীনে আসা ঠিক

  হবে? ওখানে কি পড়ালেখা হয়? ওখানে থেকে পড়ে কি আমেরিকা কানাডা যাওয়া যায়?" এইসব
 
  প্রশ্ন করে আমার মাথা খাইয়েন না। নিজের কমনসেন্স ইউজ করেন।
 
আর শেষ কথা, পৃথিবীর কোন দেশের কোন ভার্সিটি মানুষের জীবন সিকিওর করার গ্যারান্টি দেয়,
আমারে ঠিকানাটা দেন একটূ। আমার ভবিষ্যত বড়ই আন্ধার। একটূ যাইয়া সিকিওর করতাম লাইফটা ...

         




(সংগৃহীত)