Wednesday, March 29, 2017

কবিতা সমগ্র (বৃষ্টি )

কবিতা সমগ্র অনলি ফর স্পেশাল 

সম্পর্কিত ছবি

চোখে জল

তোমার চোখে জল দেখি

মেঘ দেখি মুখে,

নিজের ভিতর পুড়ছো তুমি

অজানা কোন দুঃখ্‌
দুঃখ গুলো আমাকে দাও
একটু ছুঁয়ে দেই,
বৃষ্টি হয়ে চোখের কোনের
কষ্ট ধুয়ে দেই।।


তুমি যখন বৃষ্টিতে ভিজো

আমাকে রেখো পাশে

তোমাকে ভিজতে দেখলে

দুচোখে প্রেমের প্লাবন আসে


যদি বৃষ্টি হতাম…

যদি বৃষ্টি হতাম
তোমার দৃষ্টি ছুঁয়ে দিতাম
চোখে জমা বিষাদ টুকু
এক নিমিষে ধুয়ে দিতাম
মেঘলা বরণ অঙ্গ জুড়ে
তুমি আমায় জড়িয়ে নিতে
কষ্ট আর পারতো না তোমায়
অকারণে কষ্ট দিতে/



কয়টি শ্রাবণ কাঁদলে কষ্ট গুলো সব জল হয়

কয়টি শ্রাবণ কাঁদলে
কষ্ট গুলো সব জল হয়
কয়টি ফাগুন এলে
দুঃখ জমে শতদল হয়
কষ্টের রাত কতো দীর্ঘ হলে
ভালোবাসা কাছে আসে আরো
কেউ কি তা বলতে পারো//

0 comments:

Post a Comment